জানি পারবো না করতে জয় তোমাদের মন,
তবুও করে যাবো মন জয়ের রণ আয়োজন।

শ্রদ্ধার দাম না হয় না-ই  দিলে!
ভালোবাসাকে খেলনা ভেবে নিলে!
স্নেহ-মমতা যতটুকুই দিয়েছি আমি;
হয়তো সেসব খুঁজে পায় নি মনের ভূমি,
তাতে কি! যা করে এসেছি এতদিন–
মানো না মানো; করে যাবো হায়াত সমান দিন।

যে স্রষ্টা রয়েছেন সবার হৃদ-ঘরে,
তার চেয়ে বেশি প্রতিদান কে দিতে পারে?
অদৃশ্যে থেকে তিনি সব করেন অবলোকন,
ব্যথাতুর মনের ব্যথা তিনি সব দূর করে দেন।
------------------------------------------
২২/০৭/২০১৮🖋️