নেই কোন মান-অভিমান, অনুযোগ-অভিযোগ,
সবার আগে রাখবো এবার আপনাতে মনোযোগ।

আপনের জন্য আপনাকে সদা রেখেছিলাম ব্যস্ত,
অথচ আপনকে আপন করে কখনো ভাবি নাই!
পর-ই আপন– নিরেট সত্য, বুঝতে পারি নাই।।

আপন-আপন যা; তাতে স্বার্থ– খাঁটি অভিনয়,
স্বার্থ ফুরালে দেখবে কেউ কারো জন্য নয়।।

শুধু জগতে টিকে থাকে নিঃস্বার্থ ভালোবাসা,
কোন না কোন দিন মিলে; মিলবেই তার প্রতিদান,
সে আশায় থাকি; ভুল ভাঙলেই জাগবে পিছুটান।
____________________
       ০৩/০৫/২০২২🖋️