অফিসের শেষে বাসায় আসি
বিতৃষ্ণ বিষাদেরা জড়ো হয়ে আসে দু:খপাহাড়ের মেঘেদের মতোন ।


সচলায়তনের হাওয়া এসে অবসাদ কমানোর প্রস্তাব দেয়
বয়স্ক বৃদ্ধের মতোন আয়েস গ্রহনে অস্বীকার জানাতে মন সাড়া দেয়
কুটুম পাখির মতোন হৃদয় পেয়ে আমি ভুলে যেতে চাই আমার অখন্ড অবসাদ ।


নিম্নগামি হতে থাকা মানুষের মনের পথ দেখে অবিকৃত বিচলিত হয়ে পড়ে আমার হৃদয়
অন্তর্চক্ষুর কোণে জমে ওঠে বিফল বাষ্পীয় বায়ু
অন্তর্ছন্দে বেজেঁ ওঠে নিস্তব্ধ রাত্রির বিকশিত বেহালা ।
আমাকে টান মারে, আমাকে টান মারে, আমাকে টান মারে ।