বাবুই পাখির বাসা শাপলা ফুলের রঙে
গ্রামের বোবা কিশোর সেজেছে গেয়ো সঙে
আমার বুনোহাস পায়রাপাখি শালুকের গাঙে নাচে
নাছোড়বান্দা স্মৃতি নিয়ে আমার গ্রামীন হৃদয় সারাদুপুর বাঁচে ।


পথের পাচালি পড়ে শোনায় শহর ফেরত তোমাদের মতো ছেলে
সারাদিন শিশুদের সাথে মার্বেল খেলে বিকেলে সে হেটে আসে রেলে
একদিন যার পায়ে শহুরে বেড়ি ছিলো,আজ তা বিফলে
আজ সে শুয়ে আছে নিস্তব্ধ গোধূলির হলদে অন্তরালে ।