অপেক্ষার সে রাত


তানভীর আহমেদ (মুসা)


এমন একটা রাত আসবে
--শুধু তোমার-আমার ;
সেই রাতে থাকবে না কোন ভয় লোকজনের
খেলতে হবে না আর মিচে করে কাঁনামাছি;
এক নজর দেখার জন্য
অসুখের ভ্যান করে ছুটে যেতে হবে না হাসপাতাল ;
শুনতে হবে না আমার জন্য তোমাকে আর কারো বকা
দিতে হবে না আর কখনো স্কুল ফাঁকি।
হৃদয়ে বিশ্বাস-
খুব শ্রিঘিই আসবে সে রাত,
সে রাতে দু'জনা খোলা আকাশের নিচে একসাথে,
উটোনের মাঝে গল্পে-আনন্দে দুঃখ-কষ্ট-গুলো
করবো সমানে ভাগা-ভাগ।


জানি আসবে-
আসবে বহু অপেক্ষার সেই আলোচিত রাত;
সে রাতে আকাশে চেয়ে থাকবে হাজারো রঙ্গিন তারা,
সঙ্গে থাকবে সবার প্রিয় চাঁদ;
জোনাকির আলোয় ভ্রমরা গাইবে গান,
চারিদিকে বইবে মাতাল হাওয়া;
জাগ্রর্ত স্বপ্নেরা হৃদয়ে দিবে ইশারা,
দুটি দেহে করবো একটি প্রাণ।


জানি আসবে-
আসবে বহু অপেক্ষার সেই আলোচিত রাত;
সে রাতে দুজনার ভালবাসার কোন রকম থাকবে না খাঁদ;
দুঃখ-জমা মনের না বলা অনেক কথাই
সে রাতে বলবো তোমাকে,
শোনাব ছোট্র এই জীবনের করুণ ইতিহাস;
জানি আসবে-
আসবে বহু অপেক্ষর সেই আলোচিত রাত।


তাং ১১/০৬/২০১৬ইং