প্রাণ না জুড়ায়


তানভীর আহমেদ (মুসা)


যতো দেখি হায় প্রাণ না জুড়ায় কেবল তৃষ্ণা আরো বাড়ে যে দুই নয়নে ,
আজি বসন্তবেলা হয়েছি উদাস একেলা প্রকৃতির এমন  রসালো প্রেমে ;
চারিদিক ফুটেছে কতো রঙ্গিন ফুল
বইছে মৃদু হাওয়া,
পথের কিনারে দোলাচ্ছে শস্যখেত মন হয়েছে উতলা।


দুরন্ত শিশুরা একসাথে ঘুরছে সারা গা করছে কতোই না
ছুটা-ছুটি,
পথের বাকে, বাকে, খেজুর গাছ, আর বয়ে চলেছে মনদোলা সেই নয়ানজুলী  ;
সেথায় মাঝি পাল তুলে যে বৈঠা বায়
এপার হতে ওপার যায় ; রাখালিয়াও সুর ধরেছে ভাঠিয়ালি।


ফাগুনে বসন্তে গাইছে কোকিল গৃহস্থও হয়েছে বিভোর স্বপ্ন সুখের উল্লাসে ;
স্বপ্নে ঘেড়া কৃষকের ঘাম ঝড়া চাষে বসন্তের এ আগমনে সুখের চিঠি দুঃখ'রা ভাসে।


১৪/০২/১৭