আমিই সেই যুদ্ধা

তানভীর আহমেদ (মুসা)


জীবনের ডিসপ্লেতে খুব সহজে স্বপ্ন গুলোকে সাজিয়ে রাখা যায়-
কিন্তু কেউ কি বলতে পারবে ?
জীবনের সম্মুখহীন হয়ে লড়াই করে ক'জন স্বপ্নকে রাঙ্গায় ?


আমি সেই যোদ্ধা,
যে আজও নিরাশ বুকে স্বপ্ন নিয়ে রৌদে, পুড়ে বৃষ্টিতে-ভিজে প্রতিনিয়ত
লড়াই করে বেঁচে আছি ;
স্বপ্ন ঘেরা আমার এই অল্প জীবনে অশেষ গল্পে ভরা
চারপাশে সর্বদা র্জাগ্রত প্রহরী সেজে আছে দুঃখ'রা !


যদিও আমার জীবন বিপর্যস্ত তবু আমি সর্বক্ষণ স্বপ্নে বিচলিত থাকি ;
তবে যখনি দুঃখ'রা আমাকে র্স্পশ করে--
তখনি, হাহাকারে বাঁচাও-বাঁচাও বলে চিত্‍কার করে কাঁদি ;
কে যেন আমার স্বপ্ন'কে গলা টিপে হত্যা করতে চায়!
নিজে'কে তখন মনে হয় অসহায়-নিঃশ্ব,
মনে হয় সব কিছুই যেন মিথ্যা ;
তবুও আমি হাল ছাড়িনী জীবনের এই মহাযুদ্ধের আমি'ই সেই যুদ্ধা।