বেঁচে থাকার নামই জীবন


তানভীর আহমেদ (মুসা)


নদীর বুকে লুকিয়ে আছে কতো প্রেম
লুকিয়ে আছে শত কষ্ট,
সাগরের আছে ভালবাসার ঢেউ আছে পাহাড় সমান দুঃখ;
তবু নদী ও -সাগরকে সময়ের সাথে-সাথে রূপ বদলাতেই হয়,
ঠিক এমনি জীবনের প্রতিচ্ছবি---
জীবনটা কখনোই থেমে যায় না ;
দুঃখ-কষ্ট-গুলো আবেগের রঙ্গীন চাঁদরে ডাকা থাকলেও
জীবনের ও রূপ বদলায়;
তবে, বাস্তবের কঠিন আঘাতে জীবনটা বার-বার"ই হেরে যায়।


রিমঝিম বৃষ্টির পানিতে ভেসে যাওয়া ধুলো-ময়লার মতো জীবনের দুঃখ-কষ্ট-গুলো প্রতিনিয়তই ভাসতে থাকে,
আর জীবনের সব চেয়ে বড় স্বার্থপর হলো সুখ-
ক্ষনিকের জন্য আপন হয়ে আলো ছড়ায়,
আবার কখনো অসুখের মতো শত্রু হয়ে দাঁড়ায়;
জীবন চলার পথে একের পর বাঁধাও প্রশ্ন বাণী এসে দাঁড়ায়;
আর সেই সব বাঁধা ও প্রশ্নের সম্মুখে লড়াই করে,
বেঁচে থাকার নামই হলো জীবন।


তাং ২১/০৫/২০১৬ ইং