আমার অপেক্ষা


তানভীর আহমেদ (মুসা)


এইতো মনে হয়-
সেদিনও তুমি-আমি ছিলাম একসাথে ,
আড় চোখে চেয়ে বলেছিলাম কথা কিছুটা অভিমানে ;
আবার হঠাত্‍ করেই চলে গেলে তুমি,
রয়ে গেলো না বলা মনের কথা অপেক্ষার ছলে।


কতো চেষ্টা করেছি তোমাকে ভুলে থাকার জন্য,
তবুও পারিনী ,
যতোই ভুলে যেতে চাই--
আরো বেশী করে স্মৃতিগুলো মনে পড়ে ,
কিছু দিনের কিছু স্মৃতি আজ দু"চোখের অস্রু
বলো এ কোন মায়ার বাঁধনে আমাকে জড়ালে।


লোহা দিয়ে লোহা ক্ষয়
পাথর দিয়ে পাথর  ,
আঘাত দিয়ে হৃদয় বন্ধু আশা দিয়ে নয় ;
তোমার সেই আশাতেই আমার অপেক্ষা,
শুধু মনে রেখো কখনো ভুলে যেওনা।


তাং ১০/০৪/২০১৬ ইং