বৈশাখী ঝড়


তানভীর আহমেদ (মুসা)


এলো বৈশাখ এলোরে মধুময় এ লগনে  ;
উদিত হলো নতুন সূর্য , দেখালো আশার আলো সোনালী ফসলে ;
আনন্দে আজ তাই আত্মহারা সর্ব-বাঙ্গালির প্রাণ ;
বৈশাখ মানেই আনন্দেৎসব কতনা নাচ-গান।


আজ বাঙ্গালির প্রাণে আনন্দের
ঝড় উটেছে ঝড় ;
বৈশাখের এই গ্রীষ্মকালে ঝড়-বাদলে যুদ্ধ  করে আসবে ঘরে সুখের লহর।


পরন্ত বিকেলে সূর্যের ঝলমল রঙ্গিন মায়াবী আলো যখন পরবে নদীর বুকে ;
রাখালিয়া তখন কাদামাখা মেঠোপথ দিয়ে নিয়ে যাবে গরু ভাঠিয়ালি সুরে।


আবার আকাশ যখন ঘোর অন্ধকার চারদিক নিস্তব্ধ বইছে উদাসী ঝড়ো হাওয়া বিদ্যুৎ চমকায় ;
তখনও নায়ের মাঝি হাল ছাড়ে না পাল তুলে সে উজানি বায়।


২/৪/১৭