আসবে কি আরেকটিবার


তানভীর আহমেদ (মুসা)


অবশিষ্ট বলে
আর তোঁ কিছু'ই নেই হারাবার ,
কেবল'ই মিথ্যের দ্বীর্ঘশাসে ক্রমশেই আবেগের প্রগাঢ় প্রবলতায় স্মৃতিরোমন্থে বুকের ভিতর চিনচিনে ব্যথায় চমকে চমকে উঠি ;
মনে হয়, মনে হয় আমার চারপাশ ঘিরে এখনো তোর নিবিড় চলাফেরা
চোখের পাতায় ঘুম নিয়ে যখনি ছুটে যাই ঘর হতে প্রশান্ত রজনীর নিস্তব্ধতায় ছায়াপথ ধরে,
অনেক খুঁজি.........
কিন্তু,  কিন্তু পাই আর কই  
যা পাই অনুভবে, তা কেবল প্রতিচ্ছবি।


--আরেকটিবার ,
আরেকটিবার আসবে কি ? ভালবাসতে নয়, সেই যে কুয়াশাচ্ছঁন শীতের সকালে হেটেছিলাম
এরই মধ্যে অনেকটা বছর পেরিয়ে গেলো,
দেখা নেই, কোন কথা নেই
          শুধুই নিরব অভিমান!
যে অভিমানে আমিও খুব একটা কম পুড়িনী, এখনো পুড়ছি  , বিশ্বাস কর ,
ভেবেছিলাম ফিরে আসবে
কতো কথা জমিয়েও রেখেছিলাম মনের পাঠশালায়, কতো সকাল হেটেছি একা নিঃসঙ্গতায় ,
কিন্তু আজ এতটা পথ পেরিয়ে এসে মনে হচ্ছে,
মেকি স্বপ্নতে সবই ভুলের প্রাচীর,
মাঝে মাঝে নিজের উপর খুব ঘৃণা হয়,
খুব...  কতো আর কবিতা লিখবো ক্লান্তি ও আসতে চায়না আমাতে ,
তবু লিখে যাই ভালোয় -খারাপে ;
মন চায়... অনেক দুরে হারিয়ে যাই , ভেসে উটি আকাশের সবচেয়ে দুঃখী নক্ষত্রে,
বোবাকান্নায় যখন স্তব্ধ হয়ে রই তখন শীতল হাওয়ায় ভেসে আসে
তোর ভেজা এলোকেশের খোঁপায় মোড়ানো পুস্পের
সুবাস ,
যা আমার মন'কে আরো অস্থির করে তুলে , কি যে কষ্ট হয় তা কেবল আমি'ই জানি
আসবে কি আরেকটিবার ? বলছি তোঁ
ভালবাসতে নয়
দুরে কোথাও দুজনে হাটবো বলে
আসবে কি ?
নাকি......
নাকি তোর এই অভিমান অভিনাশী ?


তাং ২৭/৫/২০১৭ ইং