হৃদয়ের হার্টবিট


তানভীর আহমেদ (মুসা)


আকাশেতে চন্দ্র ছড়ায়াছে জ্যোৎস্না জোনাকিরা খেলছে মনআনন্দে চারদিক জ্বলছে প্রদীপের শিখা ;
দেখে মোর কুৎসিত বদন করিতে চায় বরণ অজানা সেই স্বপ্নের ভ্রমরা ।


প্রজাপতির ডানায় উড়ে উড়ে ভ্রমরা গাইছে মনের গীত প্রেমসুরে ;
অবলা পুষ্পকলি ডেকে বলে---
       আহা যাউ তোঁ করছো একি ;
বন্ধ করো-
বন্ধ করো তোমার এই সুর এ যে সর্বনাশী।


ঘড়ির কাটার নেই কোন ক্লান্তি বেজেই চলছে ঠিক.. ঠিক.. ঠিক..
বিষ ঢেলে ভ্রমরা গেলো চলে বিহ্বল এ মনে বইছে উত্তাল স্রুত ;
কাপছে হৃদয়ের হার্টবিট ।