মমতায় কাঁদছে হিয়া


তানভীর আহমেদ (মুসা)


অপরূপ রূপে সজ্জিত আমার মমতাময়ী গ্রাম
                      সবুজে মাধুর্যে অবরূদ্ব চারদিক ,
খোলা আকাশে নির্মল বাতাসে গাছে গাছে সবুজের পাতায় বসিয়া
                    অবাধ পাখিরা হেথায় গায় গীত।


ছোট্ট ছোট্ট নদে একসাথে জোটবেঁধে
          বয়ে বেড়ায় পাতিহাঁসের ছানা ,
তার"ই পাশে ক্ষেতের আইল ধরে গায়ের পল্লিবধু
             নিয়ে আসে কৃষকের খানা।  


গোধূলিবেলায় গোবর কুড়িয়ে একসাথে
                               ঘরে ফিরে নরনারী ,
রাখালিয়া তখন পথ ধরে ফিরবে নীড়ে
                 বাউল গেয়ে যায় ভাঠিয়ালি।


আমার হিয়ার মাঝে লাগছে'রে আজ ভীষণভাবে চোট  
                                     মমতাময়ী গ্রামের জন্য ,
গ্রামগুলোও যে ধীরে ধীরে বদলে যাচ্ছে
                         হচ্ছে শহরের রূপে রূপান্তরিত।


কেমন করে ভুলিয়া থাকবো আমি গ্রামে কাটানো
                                  সেই দিনগুলোর কথা ,
ভাবতে গেলেই মমতায় আমার হিয়ার মাঝে
                                     ফুসকে উঠে ব্যথা।


তাং ১৬/৫/২০১৭ ইং