নিদারুণ জ্বালা


তানভীর আহমেদ (মুসা)


নিদ্রাহীন নিস্তব্ধ কুশল কালো রজনী
                    আমার বহে যে একেলা ,
ভরা যৌবনে টল-মল প্রাণবন্ধুয়া বিনে বিহ্বল এ মনে
                    কি যে নিদারুণ জ্বালা।


কতো আর সইবো হে সখী এই জ্বালা
                     আমি যে বড্ড নিরুপায় ,
তোমার লাগিয়া কতো ফাগুনে সহেছি আগুনজ্বলা
                            বলে বুঝানো দায়।


তোমার ও আশায় দুচোখে শ্রাবণ
                       মনে জমাট অগাধ তৃষ্ণা ,
নয়নে কতো স্বপন কতো যে আশা
   তুমি আসিলে করিবো পান প্রেম সুধা।


তাং ২৭/৫/২০১৭ ইং