পারলে ভুলে যেও


তানভীর আহমেদ (মুসা)


এইতো-
পরিশেষে অগুছালো স্বপ্ন'কে সাথে নিয়ে,
বেশ তোঁ ভালোই আছি।
নির্দ্বিধায়-নিঃসঙ্গতায় পথ চলে নীরবতাকে ভালোবাসে, জীবনের সব আনন্দ-উল্লাসটুকু দিয়েছি জলাঞ্জলি ;
যাপিত জীবনের হেরে যাওয়া বেদনাময় সুরে,
চলার পথে বাধাহীন ছায়ার মতো সর্বক্ষণ বিচলিত স্মৃতির নিষ্টুরতায়, ব্যথাতুর হৃদয়ের চাপা কষ্টগুলো'ই" আজ দু"চোখের অস্রু !
তবুও তোঁ-
যেটুকু ভালো থাকার প্রয়াস নিয়ে পথ চলেছি সেটাই বা কম কিসের ;
ভালো আছি প্রিয়, একাকীত্ব জীবন নিয়ে বেশ ভালোই আছি ; পারলে ভুলে যেও।


জানো প্রিয়,
আমার প্রত্যেকটি নির্ঘুম নিশিত আধার রাতে
বিরহের যন্ত্রনায়,
চিতার আগুন দাউ-দাউ করে জ্বলে এই পূর্ণাঙ্গ অন্তরায় !
কেউ জানেনা প্রিয়,
নিরবে নির্দ্বিধায় এতো দুঃখ যন্ত্রনাকে একাই করেছি বহন-
তাই বলে ভেবো না আমি হেরে যাবো ;
নিঃসঙ্গ জীবনে একাকীত্বতায় পথ চলে যাব করে গেলাম এই পণ।


জানিনা প্রিয়,
কিসের তরে আজও আমার এই মনটা অহর্নিশ জেগে, জেগে স্বপ্ন দেখে,
শুধু এটুকু জানি---
স্বপ্ন দেখতে দেখতে হয়তো কোনএকদিন ছিটকে পড়া ধ্রুবতারার মতো,
আমিও হারিয়ে যাবো সবার দৃষ্টির অগোচরে ;
ভালো থেকো প্রিয়, পারলে ভুলে যেও।


১৭/১২/২০১৬