স্বার্থের সমাজ


তানভীর আহমেদ (মুসা)


স্বার্থের এই দুনিয়ায় আজ-কাল নিঃস্বার্থ মানুষগুলো বড়ই অসহায় ;
দুর্নীতির নির্মম নিষ্টুরতায়,
মানবতা দাঁড়িয়েছে আজ অনিময়ের কঠিন কাটগড়ায় ;
ক্ষমতার হিংস্র দাপটে চলেছে আমাদের-আজকের এই সমাজ ;
দু"চোখে রঙ্গিন চশমা পড়ে প্রকাশ্যভাবে করে যাচ্ছে আছে যতো ঘৃণিতমূলক কাজ।


কেউ নেই,
এখন আর দেখার যেন কেউই নেই প্রতিবাদ করার মতো দৌড়ে এগিয়ে আসবে,
সবাই এখন ভীষণ ব্যস্ত সাদা-কালো-রঙ্গিন সেলফি নিয়ে ;
কখনো কখনো আমার ভীষণ হাসি পায়-
শুনি যখন মাইকের সামনে ওদের মুখে
সমাজ-নিতিবচন ,
আবার পশুরাও ভয় পায় দেখলে ওদের হিংস্র আচরণ ;
এই সমাজ আজ চলে গেছে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ আর ঘোষকুরের হাতে ;
বদলে গেছে মানুষের ন্যায় নিতির ভঙ্গি স্বার্থের সাথে সাথে।


১৮/১০/২০১৬