পারলে ক্ষমা করে দিস


তানভীর আহমেদ (মুসা)


পারলে ক্ষমা করে দিস,
হ্যাঁ আমি চলে যাবো-
চলে যাবো অনেক অনেক দুর নিরবে সীমান্ত ফেরিয়ে,
শেষ বিকেলে-সন্ধা লগনে ঐ লাল সৃর্যটার মতো ডুবে যাবো চিরো আধারে !
ফিরবো না------------
আর কখনো ফিরবো না
নিড়ে ফেড়া পাখিদের মতো এই পরাজিত মুখ নিয়ে,
পারলে ক্ষমা করে দিস।


আমার আশার দ্বিপ নিভন্ত,
অসামপ্ত এই জীবনে সুখ খুঁজতে গিয়ে
ফেরারী আসামীর মতো হয়েছি ভীষণ ক্লান্ত;
আটকা পড়েছি মাকরসার জালের মতো বিষাদের বিষাক্ত কাটায়,
মৃল্যহীন ভালবাসা শর্তহীন অপৃরন মনের আশা,
অপমানের গ্লানি কলঙ্ক ছাউনি নিয়েছি মাথায়;
চলে যাবো------
সত্যি চলে যাবো---------
চলে যাবো দুর-বহুদুর এই বেদনাময় জীবন ছেড়ে;
পারলে ক্ষমা করে দিস,
ফিরবো না-----
আর কখনোই ফিরবো না;
থাকবো আপন সুখের নিড়ে জ্বলবো আকাশে সুখ তারা হয়ে।


তাং ২১/০৮/২০১৬ ইং