হে নারী


তানভীর আহমেদ (মুসা)


হে নারী,
বদলে ফেলো এই সমাজ ভেঙ্গে দাও মিথ্যার দুয়ার,
হোউ সবাই একত্র---
সময় এসেছে সামনে এগুবার;
আছে যতো নারী নির্যাতনের শিকার।


হে নারী তুমি ভুলে যেওনা,
এই বিশ্বদরবারে তোমার হয়না কোন তুলনা;
নির্যাতনের হাহাকারে,
কেন তুমি আত্নহত্যার পথ বেঁচে নেবে ?
তুমি তো নির্যাতিত হওনি, নির্যাতিত হয়েছে এই সমাজ;
তুমি তো কলঙ্কিত হওনি, কলঙ্কিত হয়েছে গোটা মানবজাতি;
এই লজ্জ্বা তো তোমার হবার নয়, এই লজ্জ্বা সমস্থ ন্যায় বিবেকের
তুমি তো হারনি, হেরেছে এই স্বাধীন দেশের মানবতা।


হে নারী তুমি ভুলে যেওনা,
তুমি শুধু একটি নারীই নউ তুমিও একটি মা !
আর মায়ের তুলনা ত্রি-ভুবনে কোন কিছু দিয়ে হয়না ;
শোন নারী বলি তোমায়,
এই ইট-পাথরের শহরে নিরবে পাথর হয়ে থেকো না,
রুখে দাঁড়াও,
রুখে দাঁড়াও জ্বলন্ত অগ্নিশিখা হয়ে ;
জ্বালিয়ে দাও অন্যায়ের বিষাক্ত হাত,
যেখানে চরম অত্যাচার,
সেখানেই অগ্নিশিখার মতো করো প্রতিঘাত;
পারবে....
তোমরাও পারবে বদলাতে এই দূষিত সমাজ।


তাং ০২/০৯/২০১৬ ইং