হে ভ্রমরা


তানভীর আহমেদ (মুসা)


হে ভ্রমরা,
ক্ষমা করে দিও
যাকে ঘিরে ছিল তোমার
নয়ন ভরা স্বপ্ন,
ভেবে নিয়ো,
হয়তো সে তোমার স্বপ্নের যোগ্য'ই ছিল না ;
জানো কেন ?
কেননা সেই ফুলের নেই কোন সুবাস,
আছে শুধু পচা র্দুগন্ধ,
সঙ্গীহীন-একাকী ঘৃণা আর অবহেলা নিয়ে
থাকতে থাকতে সেই ফুলটি নিরবে শুকিয়ে ঝড়ে গেছে ,
অথচ, কেউ জানেনা !
বলো ভ্রমরা,
কেন এসেছো ? কি-বা আছে আমার কাছে ?


হে ভ্রমরা,
আজি এই অসময়-অবেলায় তোমার আবির্ভূত  , জানতে চাইবো কেন ?
এতটা বছর পর আবার তুমি এলে ; নগন্য ফুলে,
আমার কাছে তো আর কিছুই নেই তোমাকে দেওয়ার মতো,
সব হারিয়ে ফেলেছি ;
আজ আমি তোমার কাছে মৃত! অজ্ঞাত।


হে ভ্রমরা,
ভুলে যেও-
ভুলে যেও এই আমার কথা  ;
আমি যে তোমারি স্পর্শে লজ্জাবতী বৃক্ষের পাতার মতো ঝড়ে পড়েছি!
কেদনা,
যাও ভ্রমরা-
চলে, পাকান মেলে উড়ে ;
অন্য নতুন কোন ফুলে নতুন এক সংসারে।


তাং ৩০/০৬/২০১৬ ইং