ভালো থাকিস


তানভীর আহমেদ (মুসা)


অবশেষে আমি একা...
তুইও চলে গেছিস করে স্বার্থপরতা, শুনেছি হয়েছিস সংসারী ;
কেবল আমিই রয়ে গেলাম আজও নিঃশব্দে লজ্জাহীন ল্যাম্পপোস্টের মতো একান্তই
পাতা ঝড়া বিকেলের পথে দাঁড়িয়ে  ,
সবকিছু হারিয়ে ফেলার পরও নিরলে নিঃশ্ব মনটা কাঁদে হারানোর ভয়ে ;
হে সখী ,
তুই'ই বল , বল আমি ক্যামনে ভালো থাকি ?
বিররহের বিষাক্ত ধোঁয়া আমার হৃদয়ে করেছে বিষক্রিয়া
বিষন্নতায় জ্বলছি অহর্নিশ ,
যে পথে এসে পেয়েছিলাম ভালবাসা, সেই পথে আজ বিষ।


হে সখী
তুই'ই বল , বল আমি ক্যামনে ভালো থাকি ?
আমার এই ভাঙ্গা বুকে ভিতর জমাটবদ্ধ করেছে অন্ত-হীন স্মৃতি-
ক্রমাগত দিচ্ছে অশেষ যন্ত্রণা...
অবুঝ মনে ফুরিয়ে গেছে শান্তনার বাণী ,
অস্বস্তিতে অসাড় হয়ে গেছে বেঁচে থাকার সকল পূর্ণাঙ্গ আশা-আকাঙ্ক্ষা ;
চোখদুটি বেদনার স্পর্শে পাথর,
তবু ঝড়ছে নিঃশব্দে ছোইয়ে পড়া জলের মতো ঘনঘন অবিরত।


হে সখী,
তুই'ই বল, বল আমি ক্যামনে ভালো থাকি ?
নিস্তব্ধ নির্ঘুম রাত ,
অদূরে মিথ্যে প্রতিশ্রুতিরা এসে করে আঘাত  ;
তবু আমি চেয়ে থাকি ,
চেয়ে থাকি প্রতিক্ষায় প্রহরী হয়ে রাতের নির্মল খোলা আকাশে ,
ভাবনায় হারিয়ে ফেলি নিজের অস্তিত্ব...
সময়ের কাছে বিনয়ের সাথে করেছি প্রার্থনা, প্রলয়ের সাথে করবো বলে বন্ধুত্ব ;
ভালো থাকিস সখী'রে তুই,  অনেক অনেক ভালো।


১৮/৩/১৭