প্রতীক্ষা


তানভীর আহমেদ (মুসা)


জানিনা কোথায় আছো কতো দূরে ,
                      কার বাসরে কোন সুদূরে ,
আমার এ বেভুলা-ব্যাকুল মন প্রত্যহ
                       তোর'ই নামে পূজা করে  ;


দূর দিগন্তে অজানায় একান্তে চলেছি দুরন্তে
                       দুর্লভ স্বপ্নের পথে  ,
বহু-প্রতীক্ষা জমাটবদ্ধ আমার এই জলশূন্য
                   পোড়া আঁখিতে বেঁধে ;


                              জানে
                 জানে ঐ নিশুতি রাত
                            জানে হিমালয়-পর্বতমালা ,
                  জানে মায়াবতী চাঁদ
                       জানে প্রণয়ের বিদারক বেহালা  ;


                 জানে কবিতার সুর
                 জানে কাক ডাকা ভোর
                 জানে রোদেলা দুপুর
                 জানে গোধূলিবলার শুকনো বকুল
                 জানে সন্ধ্যারাতে ফুটা ফুল ,


কতটা প্রতীক্ষায় এই জলশূন্য আঁখি মোর
হয়েছে আকুল ।


তাং ০১/১০/২০১৭ ইং