সাহায্যের হাত বাড়াও


তানভীর আহমেদ (মুসা)


আমায় একটা চাকরি দাও ;
আমি এক হতদরিদ্র পরিবারের সন্তান , সংসারের হাল হয়েছে নাজেহাল  ;
      একটা চাকরি দাও, জীবন বাঁচাও।


আমায় একথালা ভাত দাও ;
আমি এক অনাহারি ব্যক্তি, ক্ষুধার জ্বালায় পথে, পথে ঘুরি,
একথালা ভাত দিয়ে মনুষ্যত্বতা জাগাও।


আমায় একটা কাপড় দাও ;
আমি এক ক্ষুধার্ত পথশিশু আমার সর্বাঙ্গে লেগে আছে ডাসবিনের নোংড়া ;
একটা কাপড় দিয়ে, আমার পাশে দাঁড়াও।


আমায় একটু আশ্রয় দাও ;
কালবৈশাখীর ঝড়ে আমার ছনের-ছাউনি উড়িয়ে নিয়ে গেছে ;
মাতা গুজার মতো একটু আশ্রয় দিয়ে, মানবতা দেখাও।


আমায় একটু ভালবাসা দাও ;
আমি সমাজের এক অবহেলিত নারী, লালসার চোখে নয়,বরং ভালবেসে সাহায্যেরর হাত বাড়াও।


তাং ১/৪/২০১৭ ইং