স্বার্থপর


তানভীর আহমেদ (মুসা)


অর্থ-সম্পদে গড়া বিশাল পাহাড়
               স্বার্থন্ধে করেছিস একাই সব ভোগ ,
নীতিবহির্ভূতভাবে আত্মীয়স্বজনদের
            রাখিসনি কভু কাহারো কোন খোঁজ ।


বিবেককে প্রশ্ন কর ,
                   তোরা মানুষ ?


সামাজিকতায় পরিজনদের দিতে পরিচয়
                             হয় তোদের সম্মানের ক্ষয়  
অর্থের মোহে সার্বক্ষণিক ব্যস্ততা
            বিপদে-আপদে ও নেই তোদের সময় ।


কোন শিক্ষায়-শিক্ষিত তোরা
                  নেই তা আমার জানা ,
তবে মনে রাখিস ,
মৃত্যুকালে দু"ফোটা জল কেউ ফেলবে না
               এই আপন মানুষজন ছাড়া ।


তাং ৮/৬/২০১৭ ইং