আমার মনের সকল আঁধার
দূর করে দাও হে পরওয়ার, দূর করে দাও হে পরওয়ার।


আঁধার রাতের কিসসাগুলো
হিসসা থেকে দাও মুছে, আর-
                               দূর করে দাও ভয় আলেয়ার।


করেছি কামাই ভুল আর ভুল
ক্যামনে দেব ভুলের মাশুল
ভুল বুঝে তাই বান্দা আকুল
                               মাফ করে দাও হে গাফফার,
                               মাফ করে দাও হে গাফফার,
                               মাফ করে দাও হে গাফফার।


গণ্ড ভেজাই অশ্রু-জলে
রক্ত বহে শিরার তলে
নাই কিছু মোর দেবার বলে
                               তোমার মহান দরবারে আর,
                               তোমার মহান দরবারে আর,
                               তোমার মহান দরবারে আর।


আসমান আর জমিন মাঝে
ধনের যেসব আকর আছে
চাই না সেসব তোমার কাছে
                                চাই গো শুধুই রহম তোমার,
                                চাই গো শুধুই ক্ষমা তোমার,
                                চাই গো শুধুই নাযাত আমার।


ভিখ মাগি আজ তোমার কাছে
তোমার কাছেই রহম আছে
মাগফিরাত আর নাযাত দিয়ে
                                দাও গো ভরে জীবন আমার,
                                দাও গো ভরে জীবন আমার,
                                দাও গো ভরে জীবন আমার।


মনটা যেন উড়নচণ্ডী
মানতে চায় না বাঁধন, গণ্ডি
আমায় কর প্রবল দণ্ডী
তোমার তরে বশ মানাবার
                                 শক্তি যোগাও হে কাহহার,
                                 শক্তি যোগাও হে কাহহার
                                 শক্তি যোগাও হে কাহহার।।