আত্মা যখন যায় মরে,
সুখটা তখন মুখ ফিরায়,
দৃষ্টি তখন সুখ টোকায়,
ফেনিল পিয়াস বুক ভাসায়-
শুষ্ক মরুর বন্দরে।

আত্মা যখন যায় মরে,
সুখের বাজার হয় চড়া,
হৃদয় ভারী বাটখারা,
অস্থিরতায় বুক ভরা,
খাঁচার পাখি যায় উড়ে।


আত্মা যখন যায় মরে,
আকাশ তখন বর্ণহীন,
ঘাসগুলো সব মুখ মলিন,
ভোরের আলোয় অর্থহীন-
স্বপ্ন ছোরা বুক চিরে।


আত্মা যখন যায় মরে,
দৃষ্টি তখন লোলুপ হয়।
তৃপ্তি অচিন, শান্তিক্ষয়।
সুখের গুদাম শূন্য রয়-
স্বপ্ন প্রাসাদ জয় করে।।