মটকু বলে, দেখছো আমার কত্তোবড়ো জামা!
আমায় দেখে ভিড়মি খাবেন, ঠিক পালোয়ান গামা!
হাঁটলে আমি পাহাড় কাঁপে, কাঁপে যে ঘরবাড়ি;
শটকু! তোকে দেখে আমি, খুব যে হেসে মরি!


শটকু বলে, ঠিকমতো সব কাজ না যদি হয়,
মটকু হয়ে কি লাভ বলো, দেখিয়ে সবে ভয়?
সত্য কথা বলতে শেখো,
সত্য পথে চলতে শেখো,
সত্য ভালোবাসতে শেখো,
                               তবেই হবে জয়!


প্রথম প্রকাশঃ ২০১০।