তোমার কথা বলতে গিয়ে তুচ্ছ যদি হতেই হয়, তুচ্ছ হবো।
কারো কথায়, নিন্দা খোঁটায়, জর্জরিত হতেই হয়, ঝাঁঝরা হবো।


আলোক দেখে, পিত্তি কারো জ্বলতে থাকে, জ্বলুক না।
সত্য কথায় গরহজমি স্বভাব থাকে, ভুগুক না।
রক্ত দিয়ে, মশাল জ্বেলে, আলোর রসদ আজ দিতে হয়, রক্ত দেবো।
সত্য কথা বলতে যদি জীবনখানি নজরানা হয়, জীবন দেবো।


অহিংসার ঐ বাণী যারা গায়,
ভালোবাসার ঝাণ্ডা যে উড়ায়,
তারাই দেখি হিংসা-বিভেদ-মিথ্যাকে জ্বালায়,
প্রেমহীন সব ঘৃণার বেসাত তারাই তো ছড়ায়।
আমরা তরুণ, ভালোবাসার অরুণখানির দিশা জানি, জানিয়ে দেবো।
ব্যর্থ হতাশ জীবনখানির গ্লানির বোঝা বইবো না আর, নামিয়ে দেবো।


আকাশ কুসুম কল্পনা আর না।
ঘুমে বিভোর থাকবো না, আর না।


শীতল, রসিক, ভণ্ড কথায় রক্ত মোদের জমবে না আর।
অকাজ দিয়ে কাজের ব্যাঘাত- ফন্দি কাজে লাগবে না আর।
দৃপ্ত পায়ে চলার ধ্বনি ঘুম ভাঙাবে, ভাঙুক না।
মোদের কলহাস্য- কারো ঘোর কাটাবে, কাটুক না।
চলার পথে কাঁটার বিছান বিছিয়ে দিলে ঘাবড়াবো না, মাড়িয়ে যাবো।
অসংহতির পাহাড় এসে রুখলে সে পথ, চমকাবো না, গুঁড়িয়ে যাবো।


বিভেদ, বিষাদ, বিসম্বাদ আর না।
সত্যটা আর বন্দী থাকবে না।


আমরা তরুণ, মানবতার অরুণটাকে জাগিয়ে দেবো।
ঘুমের কাঁথা ছিন্ন করে, ঘৃণ্য জীবন তাড়িয়ে দেবো।
আলোর বিভাস দেখে হতাশ চিত্ত নাচে, নাচুক না।
জীবন সাঁঝে, মুক্তির আঁচে, বৃদ্ধ হাসে, হাসুক না।
সুখের কোরাস ছড়িয়ে দেবো সকল প্রাণের কন্দরে আজ,
মুক্তির আলোয় গোসল দিয়ে, হতভাগা পরবে রে তাজ।


জাগবে সকল আন্ধা ঘুমে ঘুমন্ত ঐ বিবেক বারুদ, জাগবে রে।
দারুণ রবে পূব আকাশে খুশির কামান ফাটবে আবার, ফাটবে রে।


নিটোল রাঙা খুশির খোঁজে, সুখগুলো সব ফেরার হলে, ফেরার হবে।
চলার পথে নামলে আঁধার, জমলে কালো মেঘ আকাশে, তুফান হবে।
সেই তুফানে বুক চিতিয়ে, আঁধার ফেঁড়ে, সামনে যাবো।
স্বর্গ, পাতাল, মাতাল সায়র- হাতড়িয়ে সুখ ঠিক ফেরাবো।


তোমার নামে পথ ধরেছি,
সেই পথেরই শেষটাকে আজ দেখেই যাবো, দেখেই যাবো।
আলোর ধারায় গা ভিজিয়ে-
অশান্ত এ শ্রান্ত হৃদয় আজ জুড়াবো, আজ জুড়াবো।


প্রথম প্রকাশঃ এপ্রিল '১৮।
ত্রৈমাসিক প্রতিচ্ছবি।।