আমি শুধু দোষী বলে আজ,
মানুষের মাঝে নেই কোন ঠাই।
মায়া ভরা জীবন আমার আজ,
অন্য পথে যায়।


এই পথে অন্ধকারের ও মাঝে,
আমি একলা,
একক পথচলা কবিতার লাইন যেমন।
নিভু নিভু প্রদীপ আমার আজ,
ঝড়ো বাতাসে যেমন।


আমি শুধু দোষী বলে আজ,
আমার সাথে কথা বলার নেই কোন শুভাকাঙ্ক্ষী।
অন্য চোখে অপূর্ণ চাউনি সবার!
দিঘির মাঝে সাগর ভরে,
আমার পথে আমি একা আবার।


আমি শুধু দোষী বলে আজ,
নিকট আত্মীয়ের সাথে নেই যোগাযোগ আমার।
আমি দুষ্কৃত দোষী বলে আজ,
কারাগারেও ঠাই নেই আমার।


“স্বাদের জীবন আমার আজ,
মন দোষী মানুষ”