ক্ষুদ্র এ জীবন ক্ষুদ্র এ মানব।
“ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে তলে মহাদেশ সাগর অতল”
ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তাগুলো গড়ে ওঠে
তাই!
বড় বড় চিন্তা গুলো তৈরি হয়ে যায়।
যদি না উত্তর তবে চিন্তার প্রশ্ন আছে।
যে চিন্তার উত্তর থাকে
তা শুধু যাচাইযোগ্য চিন্তা হয়ে বাঁচে।


ক্ষুদ্র আমি,
ক্ষুদ্র আমার চিন্তা।
ভালো লাগে, সেই চিন্তাগুলোর স্বপ্ন দেখতে।
ভালো আগে, সেই স্বপ্নের প্রান্তরে ছুটতে।
বাস্তব নয় শুধু স্বপ্নেই যা দেখি,
বাস্তবের আশা রাখি।