বিকেলের হাওয়া আমায় নিয়ে যায়,
একটি গল্পের বাগিচায়।
সেই দিন ছিল না কোন মেঘ চুল কালো বাতাস,
শান্ত মৃদু হাওয়ায় আমার মনের মাঝে,
শুধু স্পর্শকাতরাতায়।
বয়ে চলে মলিন আদরের টানে।
আমি শুধু,
হাঁটছিলাম রাস্তায়;
সাথে ছিল কিচিমিচির।
পাখিরা বসে ছিল গাছের ডালে।
কথা কইছিল।
শুধু পাখি নয়,
খালের মাছ, শঙ্খডানারা আমায় ডেকেছিল!
আমি গল্প গানে মেতে উঠি আমার পাখির ডানায়।
সময়ে এসে গেল আমার ছুটির আবেদন!
কিম্ভূত-কিমাকার আমার মুখে ছিল
বিদায় সবে!
আর কি চাই!
শুধু মিষ্টি হাসি অন্য আদরের মায়ায়।