সুজলা সুফলা শষ্যে ভরা
আমার বাংলাদেশ,
রূপের কথা বলে তাহার
হবে নাকো শেষ ।


আমার দেশের দিঘির জলে
ফোঁটে পদ্ম ফুল,
সেই দিঘিতেই পল্লীবধু
ভেজায় মাথার চুল ।


আমার দেশের গাছের ডালে
ডাকে কত পাখি,
পাখির ডাকে মুদ্ধ হয়ে
গাছের পানে চেয়ে থাকি ।


আমার দেশের শষ্য ক্ষেত
দক্ষিনা বাতাসে ঢেউ খেলে
তাই দেখে ক্লান্ত পথিক
নিজের আজান্তে পথ ভোলে ।


এই দেশের এই রূপের কথা
হবে নাতো শেষ,
এটায় আমার জন্মভুমি
সোনার বাংলাদেশ ।