ভেবেছিলাম তোমাকে পেলে
ফুরাবে বেদনার দীর্ঘ রাত্রি।
ভেবেছিলাম তোমাকে পেলে
অভয় নিশীথে, চন্দ্রিমায় ভরা রাতে
বলবো আমার ভালোবাসার কথা।
ভেবেছিলাম তোমাকে পেলে
নির্ভীক চিত্তে মাথা উঁচু করে বলবো
তোমাকে পেয়েছি।
ভেবেছিলাম তোমাকে পেলে দূর হয়ে যাবে
সকল শোষণ আর বঞ্চনা।
ভূমিহীন কৃষক ও তৃপ্তির গান গাইবে
ভরা ফসলের মাঠে নেচে উঠবে ধানের ছড়া।
ভেবেছিলাম তোমাকে পেলে আর কোন
যুবকের রক্তে রঞ্জিত হবে না এ ধরা ।
কিন্তু আজো রক্তে রঞ্জিত হয় রাজ পথ,
ধর্ষিতার করুন চিৎকার আর ক্ষুধার্তের আর্তনাদ
আজো আমাকে দ্বিধাবিভক্ত করে।
কৃষকের হাহাকার দেখে আজ ও আমি ভাবতে বসি,
তবে কি তোমাকে পাওয়া ব্যার্থ গেল ????
হে প্রিয় স্বাধীনতা ।