যদি মেঘ হতাম বৃষ্টি হয়ে তোর মুখে পড়তাম,
তোর চোখের নোনা জল ধুয়ে দিতাম।
বাতাস হলে তোর বারান্দায় আছড়ে পড়তাম,
তোর এলোচুলের প্রান্ত ছুঁয়ে যেতাম।
নদী হলে তোর বাড়ির পাশ দিয়ে বইতাম,
তোর বিষণ্ণ মনের দুঃখ বয়ে নিয়ে যেতাম।
ফুল হলে, তোর খোঁপায় মুখ লুকাতাম।