এমনি বর্ষায় হৃদয় ব্যাকুল তোমাতে;
রিমঝিম রিমঝিম টুপটাপ টুপটাপ
বর্ষার আলাপন মন গহীনের দুয়ারে,
জলধারায় মিশেছে কবিতার ছন্দরা
আকাশ ছেয়েছে বর্ষার মাদকতায়
কবিতা ভিজে চলেছে প্রেমিকের
এক লহমার আকন্ঠ ভালোবাসায়!!


শ্রাবণের মাতাল ছোঁয়ায় এসো
জলকণা হয়ে জড়িয়ে থাকি,
তোমাতে আমাতে অণুতে অণুতে
মাতাল হৃদয় বর্ষার জলধারা হয়ে
বয়ে চলেছে তোমার শিরায় শিরায়,
অনায়াসে স্পর্শ করে যায় সে তোমার
মনের অলিগলির মৌন চোরাবালি !!


বহুদিন অপেক্ষায় উষ্ণ মরু হৃদয়
এমনও বারিধারায় ভিজবে বলেই
ছুঁয়ে যাও অধর, তোমার চঞ্চলতায়।
বর্ষাকে বলে দাও- সে যেনো আজ
অবিরাম ঝরে যায় হৃদয়ে হৃদয়ে
বৃষ্টিসুধা পান করে ডুবে যাক তনু
তৃষিত মরুভূমির দীর্ঘ অপেক্ষায় !!