আহত রাতের কান্নারা বালিশ চাপায় নিস্তব্ধ
রক্তক্ষরণ বহমান দুচোখ মাঝে অব্যক্ত কথন
সবটা প্রকাশ্য করা হয় না নিঃস্ব হওয়ার ভয়ে
অথচ রোজ নিঃস্ব হই আর্তনাদের আঁচল তলায়
খুব অপেক্ষায় থাকি কখনো হয়তো দু'হাত বাড়িয়ে
পরম ভালোবাসায় কোন এক আগন্তুক আপন করে
ফিসফিস করে বলে যাবে-"আমি এসেছি"!


দেয়াল জুড়ে মধ্যরাতের নির্জন কান্নার মহাসমাবেশ
কই কখনো আসোনা তো চোখের কোণে জমে থাকা
জল হয়ে অথবা টলমল আঁখির সুখ ছোঁয়া আবির হয়ে
চেয়েছি রোজ কাজল হবো তোমার স্নিগ্ধ আঁখির
অথবা এক বিন্দু শিশির হবো তোমার ভেজা ঠোঁটের
সবকিছু এলোমেলো হয়ে যায় চাঁদের গ্রহণ হয়ে!


কতোবার অজান্তে তোমার চুলের খোঁপায় নাক গুজেছি
একটু শীতলতার পরশ হয়ে রাজ্য গড়বো বলে
হাজার প্রজাপতি কে তোমার শাড়ির জমিনে বসিয়ে দেবো,
অনবরত ভালোবাসার উড়ন্ত ক্ষণ হবে বলে
সবটাই বিবর্ণ হয়ে গেছে তোমার স্বার্থপর প্রস্থানে
বেলা শেষে এখনো ব্যস্ত রাস্তার কোণে ফুলের মহড়া
হয় শুধু আর আগের মতো তাতে তোমার সুবাস পাইনা!


মধ্যরাতের কান্নারা জলছাপে তুলির স্পর্শ হীন বিদীর্ণ
একাকিত্বের নীল সমুদ্রে একাই ডুবে যাই উত্তাল ঢেউয়ে
খন্ড হৃদয় বারবার খণ্ডিত মরীচিকার চাকচিক্যে
শুভ রাত্রি কখনো শুভ সকাল হয় না একাকী বেদনায়
তবু সুপ্রভাতে জীবন্ত হয়ে যায় রঙিন ফ্রেমের ছবি!!