দিনে দিনে দূরত্ব
বেড়েই চলেছে,
হৃদয়ের জানালা
মুক্ত হতে চাইছে।


অনেকটা পথ তোমার
সাথেই হেঁটে গেলাম,
তবু প্রশ্ন বুকে এই আমি
তোমা হতে কি পেলাম।


ভালবেসে বেঁধে ছিলাম
সুখের ছোট ঘর,
আজ সেই ঘরে তুমি
আমি তবু কেন এতো পর ।


পাশ বালিশটায় মুখ গুঁজে
আজো কেন কাঁদতে হয়,
যন্ত্রণার চাঁদরে মুড়ে
কুঁকড়ে এই ক্ষত হৃদয়।