এ পথে চলতে চলতে সত্যি কি আজ আমি ভীষণ ক্লান্ত!
আমি কি রোজ আমাকেই হারিয়ে খুঁজি কেন আজ এমন মনে হয় ;
সব যেন মরীচিকা, পৃথিবী বড় স্বার্থপর।
কতকাল আমি লিখি না একটা সুখছোঁয়া জীবনের গল্প,
জীবন কবে দেবে আমায় ছুটি;
এক জীবন কেটে গেল স্বপ্নকে সুখী করতে ,
হয়তো জীবনও আজ অনেক ক্লান্ত।
সেও আজ এক পলকের বিশ্রাম চায় ;
হায়রে পোড়া জীবন শুধু সয়েই গেল,
কখনো প্রশ্ন করলো না জীবন নিজে কি পেলো,
এর ই নাম হয়তো অধরা কষ্ট!