বর্ষার সাথে ভিজবে আজ কাব্য,
নব রঙে সাজবে কাব্য প্রাঙ্গন;
বর্ষার প্রতিকণা জলের সাথে মিশবে সময়ের ভাবনা –
লুটোপুটি হবে রজনীর সাথে বর্ষার।


বর্ষা রজনী সবটুকু উজাড় করে আজ একান্ত হবে; –
ধুয়ে যাবে সকল না পাওয়া বিদীর্ণ ছবির জমে থাকা ধুলো।
বর্ষার আলিঙ্গনে জড়িয়ে মাতাল কাব্য রজনী
ভেজা পেঁচার ঠকঠক কম্পনে উল্লাস হবে গর্জনের
শ্যাওলাভরা বাস্তবের কানাকানি বর্ষার টুপটাপ শব্দের সাথে।


কোনো আহত কুকুরের অসময়ের কান্নার সুরে থামে না
কোন দুঃখিনীর চাপা কান্নার শব্দ,
বয়ে যায় বর্ষার অবিরাম বর্ষণ,
রয়ে যায় দুঃখিনীর চোখের জল বৃষ্টিতে,
শুধু একটি নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে মিশে যায় বাতাসে …