আমার ভেতরটা আজ তুলে দিলাম তোমার হাতে
কি দেখছো তুমি নেড়েচেড়ে? - ওই যে কালো আবছায়া
ওটা হলো আমার কষ্ট, তুমি বুঝতে পারছো
ওটা আমার একান্তই আমার গোপন কষ্ট
ছুঁয়েও দেখবে না, বুঝতেও চাইবে না, তবু রোজ তোমার অভিমান
কেন আমিও তো বলি, ওগো তোমায় শুধু তোমায় ভালোবাসি
তখন তোমার মন ছুটে যায় সাগরের ঢেউয়ের কাছে
আমি যখন তোমায় নিয়ে কাব্য সাজাই
তখন তুমি রাঁধার প্রেমে নিজেকে সমর্পন করো
কই তুমি তো ভালোবেসে বললে না - ওগো প্রেম আমি তোমার
তুমি সুদূরের নদীতে আর ভেসো না, দেখো -
তোমার জন্য আমি বসে আছি পাড়ে তরী নিয়ে!