দেখো সেই কখন থেকে আকাশ কেঁদে যাচ্ছে-
তা বোধহয় আকাশও মনে করতে পারছে না;
তোমার বিদায়ের দিনে আজ আকাশ জুড়েও
চলছে কষ্টের তীব্রতার নীরব জলের প্রকাশ ।


তোমার হিমু দেখো, এখনো হলুদ পাঞ্জাবী জড়িয়ে
এলোমেলো চুলে ভাবনাহীন হেঁটে চলেছে অজানায়;
রুপা এখনো নীল শাড়ি লাল টিপ আর খোঁপায় ফুল
অপেক্ষায় এই ভবঘুরে হিমুর হয়তো হিমু আসবে।


সেই প্রতিবারের মতো আজো হিমু আসে না তবু
রুপার অপেক্ষা এতটুকু কমে না,ভালবাসায় রুপা তার
এই অপেক্ষার ক্ষণ গুলোকে আরও দীর্ঘ করে নেয় ;
বৃষ্টিরা যেন সেই আগের মতো ঝরতেও ভুলে গেছে
তোমার বৃষ্টি বিলাস আজো ভিজে যায় সেই একইভাবে-
শুধু তোমার পদ চিহ্নের অপেক্ষায় জমিনের ঘাস গুলো।


পারবেনা ফিরতে তোমার প্রিয় লীলাবতী দীঘির জলে
কোন শঙ্খ চিলের রূপে নতুন জন্মের আগমনে ধরার বুকে!