ইচ্ছের নীল আকাশ জুড়ে যেন-
শান্ত বলাকার চুপচাপ ওড়াউড়ি
ক্লান্ত কোনো পথিকের অপেক্ষা
ভোরের কুয়াশায় কিছু সুখের ফোঁটা;
সেদিনের স্মৃতি শুধু আজকের গল্প
পেন্সিলে এঁকে চলি না দেখা আকাশ
সময় বড়ই স্বার্থপর শুধু সুসময়ে আপন
তারাদের জমকালো উৎসবে চাঁদের দুঃখ;
জোৎস্নার আলো যেন বিভাবরীর সান্তনা
বাতায়নের ওপাশ থেকে অপেক্ষার আর্তনাদ
ঝুল পড়া বারান্দায় অলস সকালের রোদ
কে যেন কানেকানে ভালোবাসি বলে যায়;
বোবা হৃদয়ের স্পন্দন আরো কিছুর প্রতীক্ষায়
এবেলা হয়তো জলের পরে ছায়ার প্রতিচ্ছবি
শুকনো উঠোন অপেক্ষায় তবু জলের স্পর্শ
পড়ে থাকা পাতার মাঝে যেনো অলেখা কাব্য!!!