এ ফেরার পথে কিসের পিছু টান ছিলো
ভুলে যাওয়া পথের পরে অভিমানের চিহ্ন;
চাইনি তো ফিরে আসার গল্প এমন হোক
এক চিলতে ভোরের রোদ চোখের মাঝে
না দিলেই কি ঘুম ভাঙার চিত্র আঁকা যেতো না!


মাথার উপর দুপুর রোদের তপ্ত ছায়ার ক্লান্ত বিষাদ
এবেলায় না হয় ফিরে যাও তোমার পেছনের দুয়ারে
শ্যাওলা পড়া হৃদয়ে আর যাই হোক ফুল ফোটে না!!


একা থাকার স্থিরচিত্র সুধায় বিহঙ্গের আর্তনাদ
কুড়িয়ে নেয়া পাথর তবু শোভা পায় অন্দর মহলে;
অবহেলার পথটা কেমন ধূসর রঙে ভেংচি কাটে
বড় অবেলায় ফিরলে যখন ভোরের রোদে অমাবস্যার-
কালো ছায়ার উদ্ভট চিত্রায়ণের খন্ড খন্ড মঞ্চায়ন!!!


ফিরে যাও, তোমার ক্ষণিকের মোহের মায়া চাইনা
আকাশকে বন্ধু করে রাতের বুকে ছোট্ট জোৎস্নার নীড়
গড়েছি,সেখানে যত্ন করে লিখে দিয়েছি "প্রযত্নে- প্রবেশ নিষেধ"।