গ্রিসের পাহাড়ে বসে আছি
চুপ চাপ ওই দেখো চেয়ে নামিবিয়ার ওই বনে ,
বিশ্বাসে পাবে সব খানে ঠিক দেখা অনুভবে পাবে
সদা নিখিলের সনে । ধুধু মরু দেশে নামহীন কোন
স্থলে নাহয় একাকী ইলোরার গুহা দেশে ,
তানজেনিয়ার সুদূরের বেলা ভূমি দিনরাত রব
সাগরের ঢেউয়ে ভেসে । আমার প্রকাশ এখানে
ওখানে মিশে নির্মল স্থানে নির্জনে পাবে দেখা ,
কোন দিন যদি জ্যোত্স্নায় ডাকো এসে ছুঁয়ে দেব
পথে তোমার আঁচল রেখা । ঘুম চোখে এসো ছোট
পাহাড়ের গায় সমীরণে দেখো উড়বে আঁচল খানি ,
ওই সমীরণে মিশে রবে নিঃস্বাস বৈরী বাতাস
পরাগ ছড়াবে আনি ! পথভুলে চলো যত রাতে
খুশি একা নাইজেরিয়ার কোন গাঁয়ে কোন বনে ,
দেখবে সেখানে কালো পৃথিবীর গাঁয় ওদের
আকাশে মিশে আছি আনমনে। ইলোরায় যদি পথ
ভুলে আসো কভু শিলালিপি গাঁয় না হয় পাথরে
রবো , চুপ হয়ে থেকে গুহার আঁধারে নিজে
চুপিসারে ঠিক তোমায় সেদিন ছোব ! দেখতে
পাবেনা অনুভবে বুঝে নিও নদী খাল বিল না হয়
সাগর কূলে , ঢেউ হয়ে আমি ভিজাব তোমার গা
মোহময় গন্ধ মাখাবো সিন্ধু জলে ! সব দেব আমি
শুধুই জ্যোত্স্না রাতে যে রাত চেয়েছি শতবার
মনে মনে , আঁধারের আলো নীরব প্রতীক্ষায়
অতৃপ্ত মনে আছি নিখিলের সনে !
............. 17 .
10 . 2017 ................ @..... নিরক্ষর


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ অক্টোবর, ২০১৮ না ফেরার দেশে চলে যান। তিনি বাকুঁড়ার সকলের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তার সাহিত্য ও সেবার মাধ্যমে। তাঁর দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান”। ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন। সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।