অনাদির কোলে শুয়ে শিশু লাশ
জানি আমি সে আজ নিহত।
গুলিতে হয়েছে মৃত !
মৃত্যু হাঁটে প্রতিদিন আমার ঘরের পাশে
কালো সাদা অমানুষ আনাচে কানাচে !
দস্যুরা ছায়ায় থাকে বীর্যবান সাথে ,
অদম্য পুরুষালি তেজ -
ভীষণ আমেজ রাহাজানি খুনে ।
সবার চলার পথে রাস্তার মোড়ে ,
হাঁটুমুড়ে অন্ধকার যখন তখন , অলক্ষন !
মিছিলের শেষে হাতে হাত রেখে বুঝে নেয় -
পরমায়ু কতদিন তার !
আমিতো ঋতুর সাথে পথ চলি কথা বলি -
নির্ভয়ে , আরব সাগরে কোটপ্যাক্সি পাহাড়ে ।
ওখানে মরণ ফিরে , জীবনের বহু বহু দূরে -
সত্য সে মরণ , নয় অপমৃত্যু !
রাজার দেশের প্রজা সব ,
হাসে খেলে করে কলরব আনন্দ সহাবস্থান ,
অসুস্থ সমাজেও মানবতা থাক বেঁচে
আমার তোমার নরম বুকের নিচে ।
১০/৩/২০১৮ ...
তপন সৎপথী


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।


বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। আপনারা সকলে আড়ালে থাকা সেই মানুষটিকে ক্ষমা করবেন।