চোখ মেলে থাকি সুদূরের ওই পথে
সেই দূর গাঁয়ে যেখানে নীরব তুমি
ধীরে সমীরণ বয়ে যায় চুপি চুপি
তোমার ঠিকানা উদাস একটু ভূমি !
পথ ভুলে গেছে সুদূরের মালাবার
একা থই থই বিশাল সাগরে ঢেউ
কুল হারা আমি একলা পথের যাত্রী
সাহারার বালু সমীরণে মাখে কেউ !
কত পথিকের অজানা চরণ চিহ্নে
পথ মিশে যায় সুদূর তোমার দেশে
আমি চলি রোজ সেই পথ ধরে একা
পথের দু ধারে ঋতুর সুভাষ ভাসে ।
আমি মিশে থাকি কৃষ্ণচূড়ার রঙে
আমি বিবর্ণ ঝরা পাতাদের দলে
বসন্ত দেখি অবেলায় প্রতিক্ষণ
উতলা বাতাস তোমার আঁচল তলে !
আমি প্রকাশিত প্রভাত আলোয় ক্ষীণ
আমি উন্মাদ ঋতুর হৃদয় স্থলে
তবুও একাই লক্ষ বছর আমি
তোমার পথেই অজানায় আছি ভুলে ।
একবার ছুঁই তোমার শান্ত উরস ,
একবার শুধু এসো কাছে এ বসন্তে -
ক্ষনিকের সুখ খুঁজিনি কখনো আমি
চেয়ে আছি আজও ফাগুন পলাশ বৃন্তে ।
................... ১৩ . ২ . ২০১৮ ...............



তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।