শূন্যতা ছুঁয়েছে আমায়......
নদীর আল্ত ঢেউ দিগন্ত হতে ছুঁয়েছে পার,
কাশফুল দোলে নিরালায়,
না... কোনো পাখির কলতান নেই
সূর্যটা যেন কোন চওড়া ললাটের জ্বলন্ত সিঁদুর ফোটা
সোহাগী আদরে লেপ্টেছে এধার-ওধার,
চেয়েছো আমায় তোমার মত করে
বাধতে চাওনা ঘর,
উদাসী বাউল ভালবাসে গান
একতারা ভীষণ প্রিয়,
সঙ্গী তুমি আমার মনের মত,
সংসারে প্রয়োজন হীন,
সম্পর্কের সূত্র এলোমেলো
সমাধানে বড্ড কাটাকুটি,
চরিত্রহীন দুজনের একটি কোঠা,
মোমবাতিটা গলছে তাপের চাপে
বেপরোয়া নরম দুটি ঠোট
বিচ্ছেদ কেবল মুখের শক্ত বুলিতে
নরম মনে মিশেআছে দুটি মন.....
তবুও শুধু দুটো রাস্তা খুজি।।