দিনটা চলে গেল,
কথা রাখেনি নীলাকাশের শুভ্রতা
দিনলিপির শেষে শুধুই শূন্যতা
হিসাবের জমা খরচ
কী পেলাম আর কী এলো।


নিকোটিনের গন্ধ আর,
অ্যালকোহলের বেতাল মাতলামি
দুর্নীতি, অন্যায়, অপরাধ আর আমি
বিদগ্ধ হৃদয়ের ঝলসানো বেদনায়
মূর্ত প্রতীক শুধু বিষন্নতার।


কথা রাখেনি সবুজ ঢেউ,
দুপরের ক্লান্ত কন্ঠের আস্ফালন
চেয়ার বদল আর খবরদারের ব্যকরণ
পেশীর দাপটে মাংসের খেলায়
চন্দ্রবিন্দু নেই, বলবেনা কেউ।



রচনাকালঃ ০১/০২/২০১৫