মনের গভীরতা হারিয়ে যাচ্ছে
প্রেমের গভীরতাও।
আকাশের রামধনু দেখার
সেই দামাল ছেলের দল
কোথায় যেন হারিয়ে গেছে আজ।


দিগন্তে পড়েছে গাঢ় ঘন রাত্রির
দীর্ঘশ্বাস! মেধাবী কম্পাসের কাঁটায়
অশনিসংকেত!


বাতাসে আজ পোড়া মাংসের গন্ধ।
বদলে যাচ্ছে আঙিনা।
বদলাচ্ছে আকাশ-বাতাস।
ত্রিলোকে আজ অসুরের আধিপত্য।


মানুষ-ফানুস!
নিজের স্বত্তাকে জ্বালিয়ে পুড়িয়ে
এক-একটা জীবন্ত লাশ!
সারমেয়দের কার্তিক মাস।


বিশ্বাসের পিঠে হাত বোলায়
রাজনীতির বাদশা।
রক্তমাংস, ছালচামড়া সমেত
গলাধকরণ করে শোণিত পিপাষু
শ্মশানচারী ড্রাগণ!