এক যে ছিল দুষ্টু ছেলে
          বিষ্টু তার নাম
কোথায় কখন থাকে সে
          নাইকো সঠিক ধাম।
এখন যদি শুয়ে থাকে
          একটু পরেই গাছে
গুলতি নিয়ে সর্বক্ষণ
          ঘুঘু কোথায় আছে।
আম,জাম,ডাব,নারকেল
          সবই তার জানা
রাত জেগে করবে সাফ
          কে করবে মানা?
বিড়াল,কুকুর বন্ধু তার
          আর ক’টি ছেলে
কাঠবিড়ালী মেরে বেড়ায়
          বন্ধু-বান্ধব মিলে।
পড়ার সময় চুপটি থাকে
          কান দুটি খাড়া
বিদ্যালয়ে যায় না সে
          হয় না মোটে পড়া।
বাবার ভয়ে সারা দুপুর
          আসে নাকো বাড়ী
সারা দুপুর উপোসে তার
          চড়চড়ি হয় নাড়ী।
মাঝে মধ্যে দুপুর বেলায়
          সবাই যখন ঘুমায়
চুপিসাড়ে পরের ঘরে
          যা কিছু পায় খায়।
সন্ধ্যে হলে চুপি-চুপি
          শুয়ে পড়ে ঘরে
ডেকে তুলে বাবা কি আর
          কোন ছেলের মারে?


ড়োচোণাকালঃ- ২০/০৮/১৯৯৮