ফোকলা দাঁতের দুষ্টু মেয়ে হাসছেনা আর মোটে
হাসির কথা্ রাখছে চেপে দুখানি তার ঠোঁটে।
দু;খানি দাত পড়েছে সবে ব্যালকনিরই  আগে
গোয়াল ঘরে দরজা খোলা বললে শুধুই রাগে।
আলতো হাসির দুষ্টু ছোঁয়া আদরের সেই বামি
কোথায় গেল হাসি মুখের ডাকছি যখন আমি
গজিয়ে যাবে দাঁত দু’খানি আর কয়েক মাস বাকি
মিস্টি সোনা একটু হাসো ফোকলা দাঁতেই দেখি।


রচনাঃ
দ্বারভাঙ্গা, বিহার
১৯/০৬/২০১৭